লখনউ, ১২ মার্চ (হি.স.) : বিয়েবাড়ির শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়লে ১০ জনের মৃতু্য হয়েছে| উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার কোটলা রোডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে| আহতদের সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে|
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়| সেখানে ট্রাকটির ধাক্কায় একজনের মৃতু্য হয়| এরপরই ট্রাকটি একটি বিয়েবাড়ির শোভাযাত্রায় ঢুকে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে| ঘটনাস্থলেই মৃতু্য হয় কমপক্ষে ৯ জনের|
2016-03-12