নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার অ্যাডভানসিং এশিয়া সম্মেলনে এসে এই মন্তব্য করে বলেন, বিনিয়োগের ঠিকানা হিসেবে ভারত উপরের সারিতে রয়েছে| একইসঙ্গে তিনি জানান, ভারতে সংস্কারও চলবে দ্রুত ও সঠিক পথে| ইন্টাররন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) ও ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন|
সম্মেলনে উপস্থিত ছিলেন আইএমএফ-র ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিনা ল্যাগার্ড| কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে একটি বৈঠকও করেন তিনি| ভারতীয় অর্থনীতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সারা বিশ্বে অস্থির পরিস্থিতির মধ্যেও ভারতীয় অর্থনীতি অনেক বেশি উজ্জ্বল| ২০১৭ সালের অক্টোবরের মধ্যে আইএমএফ-র তরফে ভারতকে অতিরিক্ত ৬৯.৫৭৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে| এই সিদ্ধান্তে প্র্রধানমন্ত্রী স্বয়ং আনন্দ প্রকাশ করেছেন|
2016-03-12

