প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে প্রাণনাশের হুমকি

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ বোধজংনগর থানাধীন দুর্গাচৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়েছে সুকলের মিড ডে মিল কর্মী বাবুল দেববর্মা৷ তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ৷
বোধজংনগরের দুর্গাচৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে শুক্রবার প্রাণনাশের হুমকি দিয়েছিল মিড ডে মিল পরিচালক কর্মী বাবুল দেববর্মা৷ তার এক সহযোগী টিকলু দেবকে পাকড়াও করেছে পুলিশ৷ সময় মতো টাকা না পাওয়ার কারণেই প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে হুমকি দেয় বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ শিক্ষক কর্মচারীদের মধ্যে ভীতির সঞ্চার হয়৷ এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বোধজংনগর থানায় মামলা দায়ের করেছেন৷ পুলিশ মূল অভিযুক্ত বাবুল দেববর্মাকে আটক করতে না পারলেও সহযোগী টিকলু দেবকে আটক করেছে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপযুক্ত নিরাপত্তারও দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *