আগামী তিন দিন প্রবল বৃষ্টিতে ভিজবে উপত্যকা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

j&kশ্রীনগর, ১০ মার্চ (হি.স.): আগামী তিন দিন প্রবল বৃষ্টিতে ভিজবে উপত্যকা| সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও| বৃহস্পতিবার এমনই পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর| আবহাওয়া দফতরের অধিকর্তা সোনম লোটাস জানিয়েছেন, মার্চ মাসেই সর্বোচ্চ বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে উপত্যকা| শুক্রবার থেকে আগামী তিন দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওযা হয়েছে|
আবহবিদরা জানাচ্ছেন, কোনওরকম সতর্কবার্তা নেই| তবে, ভূমিধস ও আকস্মিক বন্যা প্রবণ এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে|