BRAKING NEWS

নির্মীয়মাণ পাকা ঘরের দেওয়াল ধসে দুই কিশোর গুরুতর জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ কল্যাণপুর থানা এলাকার গৌরাঙ্গ টিলায় ইন্দিরা আবাস যোজনায় নির্মীয়মাণ পাকা ঘরের দেওয়াল ধবসে দুই সুকল পড়ুয়া ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা গৌরব সরকার ও জয়ন্ত নমঃশূদ্র৷ তারা গৌরাঙ্গ টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র৷ তাদেরকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জানা যায়, ঐ দুই ছাত্র নির্মীয়মাণ পাকা ঘরের পাশে দাঁড়িয়েছিল৷ হঠাৎ  পাকাঘরের দেওয়াল তাদের উপর ধবসে পড়ে৷ তাতে গৌরব সরকারের পায়ে এবং জয়ন্ত নমঃশূদ্রের মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ ইন্দিরা আবাস যোজনায় প্রকল্পে ঘর তৈরির গুণগতমান নিয়ে প্রশ্ণ উঠেছে৷ অপেক্ষাকৃত নির্মীয়মাণ নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলেই আচমকা দেওয়াল ধবসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় মানুষের অভিমত৷ কাজের গুণগতমান  পরীক্ষা করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এদিকে,  জিবি হাসপাতালে চিকিৎসাধীন জয়ন্ত নমঃশূদ্রের বাবা নৃপেন্দ্র নমঃশূদ্র জানায় ছেলে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল৷ মামার বাড়িতেই এই দুর্ঘটনা ঘটেছে৷ তিনিও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ণ তুলেছেন৷ ঘটনার সুষ্ঠ তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবে  বলে এলাকাবাসীর অভিমত৷ উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে ঘর তৈরির ক্ষেত্রে এধরনের দুর্নীতির বহু অভিযোগ রয়েছে৷ এসব অভিযোগের কোন তদন্তই করা হচ্ছে না৷ এই প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি চলেছে বলেও অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *