BRAKING NEWS

ধরমশালার ভারত-পাক ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, হতে পারে ইডেনে

cricket bat balনয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপে ধরমশালায় ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে| কারণ, ধরমশালায় ভারত ও পাক ক্রিকেট দলের ম্যাচে নিরাপত্তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে খুশি নয় পাক ক্রিকেট বোর্ড| তাদের দাবি, নিরাপত্তার জন্য ধরমশালা থেকে ভারত-পাকিস্তান ম্যাচ সরানো উচিত| বুধবার পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, ধরমশালায় খেলতে রাজি নয় তাঁরা| বদল করা হোক ম্যাচের স্থান| তাঁদের দাবি ধরমশালার বদলে খেলা হোক চেন্নাই, কলকাতা বা বেঙ্গালুরুতে| সে দেশের পক্ষ থেকে চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পাক দলের ভারত সফর স্থগিত করা হয়েছে|
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবারই ভারতের আসার কথা ছিল পাক দলের| আগামী ১৯ মার্চ ধরমশালায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা| এদিকে, বিসিসিআই মঙ্গলবারও স্পষ্ট করে দিয়েছে, ধরমশালাতেই ভারত-পাক ক্রিকেট ম্যাচ হবে| বিসিসিআই-এ অনড় মনোভাবে ক্ষুব্ধ পাক ক্রিকেট বোর্ড| মঙ্গলবার পিসিবি-র মিডিয়া ডিরেক্টর আমজাদ হোসেন জানিয়ে দিয়েছেন, আপাতত পাকিস্তান ক্রিকেট দলের ভারতে যাওয়া পিছিয়ে দেওয়া হচ্ছে| কবে ক্রিকেট দল ভারতে রওনা হবে, তা নিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আমজাদ হোসেন|
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের জটিলতায় হিমাচল প্রদেশ সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিসিসিআই কর্তা অনুরাগ ঠাকুর| বিসিসআই সূত্রে খবর, শেষ পর্যন্ত ধরমশালা থেকে ম্যাচ সরানো হতে পারে| ইডেনে ১৯ মার্চ এই ম্যাচ হওয়ার সম্ভাবনা| আপাতত আইসিসি-র অনুমতির জন্য বিসিসিআই অপেক্ষা করছে বলেও ওই সূত্রে দাবি করা হয়েছে| এমতাবস্থায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, আগের অবস্থান থেকে সামান্য সরে এসে বুধবার জানিয়েছেন, ধর্মশালায় যে দলই খেলুক তাদের নিরাপত্তা দেওয়া হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *