BRAKING NEWS

আইপিএফটির লাগাতর আন্দোলনে বিপাকে প্রশাসন, ডেপুটেশন ঘিরে উত্তেজনা দক্ষিণ পদ্মবিল ভিলেজে

IPFTনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ মার্চ৷৷ জেলা প্রশাসনের এক আধিকারিকের প্রত্যক্ষ মদতে পদ্মবিল ব্লকের বিডিওকে ব্যবহার করে দক্ষিণ পদ্মবিল ভিলেজের চারনং ওয়ার্ডের সাত নং আসনটি ছিনিয়ে নেওয়া হয় আইপিএফটির দখল থেকে৷ আজ পদ্মবিল ব্লকের বিডিওর কাছে ডেপুটেশান দিতে আসা ছয় প্রতিনিধির মাঝে দাঁড়িয়ে দলের সভাপতি এনসি দেববর্মা এই অভিযোগ করার পাশাপাশি জানিয়ে দেন দক্ষিণ পদ্মবিল নিয়ে এত সহজে কাউকেই ছাড়া হবে না৷ প্রয়োজনে পথ অবরোধ হবে৷ বিক্ষোভ প্রদর্শন হবে৷ পদ্মবিল ব্লকের বিডিও প্রদীপ দেববর্মাকে কোন জেলা আধিকারিক এবং কোন কোন নেতারা চাপে ফেলে তাকে দিয়ে একের পর এক অগণতান্ত্রিক কাজ করিয়ে যাচ্ছেন তার পুরো চিত্র আইপিএফটির হাতে রয়েছে বলেও জানান দলের সভাপতি এন সি দেববর্মা৷ আজ সাত সকাল থেকেই পদ্মবিল ব্লকে আইপিএফটির ডেপুটেশানকে ঘিরে জেলা প্রসাসনের রণসাজ তৈরি হয়৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পুরো ব্লক চত্বর৷ আগরতলা থেকে আনা হয় জলকামান বরুন এবং টিয়ার গ্যাস৷ সে সঙ্গে আধুনিক সাজে সজ্জিত বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত টি এসআর সহ মজুত করা হয় শ’তিনেক পুলিশ ও টিএসআর৷ খোয়াই জেলার পুলিশ ও প্রশাসন অগ্রিম আশঙ্কা নিয়েই আইপিএফটির ডেপুটেশানে ব্যাপকভাবে নিরাপত্তার ব্যবস্থা করে৷ একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় খোয়াই আগরতলা সড়কটি৷
মঙ্গলবার আইপিএফটির ডেপুটেশানকে ঘিরে সঠিকভাবে পরিকল্পনা মাফিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিআইজি ইউকে মজুমদার৷ এছাড়া জেলার এসপি থেকে শুরু করে খোয়াই থানা, বাইজাল বাড়ি ফাঁড়ি থানার ওসিরাও শক্ত হাতে মাঠে নামেন৷ ডেপুটেশানকে ঘিরে কোন ধরনের হাঙ্গামা যেন না হয় তার জন্য ব্লকের দু’শো মিটার পূর্বেই অস্থায়ী ব্যারিকেড বসানো হয়৷ দুপুর একটায় বাইজালবাড়ি থেকে পায়ে হেঁটে প্রায় হাজার খানেক আইপিএফটি সমর্থিত মিছিল করে পদ্মবিল ব্লকে ডেপুটেশান দিতে আসে৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিনয় দেববর্মা, আইপিএফটির সুবিশাল মিছিলকে প্রথমেই আটকে দেওয়া হয় প্রথম ব্যারিকেডের সামনে৷ কিছু সময় দলীয় যুবকরা উত্তেজিত হয়ে ব্যারিকেড সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও খোয়াই থানার ওসি নারায়ণ চক্রবর্তী ও এসডিপিও রাজীব সেনগুপ্ত অত্যন্ত ধৈর্য্যের সহিত উত্তেজিতদের শান্ত করেন৷ পরে ছয়জনের একটি প্রতিনিধি দল বিনয় দেববর্মা, বিদ্যুৎ দেববর্মা, বুদ্ধ দেববর্মা, স্বপ্ণা দেববর্মা, মঙ্গল দেবর্বমা এবং প্রশান্ত দেববর্মা বিডিও প্রদীপ দেববর্মার কাছে ডেপুটেশানে মিলিত হন৷ ডেপুটেশানকারীরা নির্বাচনের চূড়ান্ত রেজাল্ট সীট এবং তার মাস্টার কপি চাইলে বিডিও তাও দিতে পারেননি৷ বিডিও মাথা নিচু করে প্রতিনিধি দলটিকে জানায় অফিসের কম্পিউটার এবং তার ল্যাপটপ এর পাসওয়ার্ড নাকি ভুলে যায়৷ শেষে প্রতিনিধি দলটি বিডিও’র বাহানা না শুনে সোজা বেরিয়ে আসেন৷ ক্ষুব্ধ হয়ে যান জেলাশাসক এন ডার্লং এর কাছে৷ জেলাশাসকের দরবারে ছয়জনের প্রতিনিধি দলটি ছাড়াও ছিলেন দলের সভাপতি এন সি দেবর্বমা৷ তিনি জেলাশাসকের কাছে জানতে চান এ কেমন ধরনের বিডিও৷ জেলাশাসক আইপিএফটি নেতাদের অভিযোগ শুনে দুই দিন সময় চান এবং বলেন তিনি বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনে জানাবেন৷ পাশাপাশি ঐ চার নং ওয়ার্ডের সাতনং আসনটির রেজাল্ট সীটও প্রদানের ব্যবস্থা করবেন৷ আইপিএফটির এই ডেপুটেশানে এনসি দেববর্মা ছাড়া উপস্থিত ছিলেন নরেন্দ্র দেববর্মা, অনন্ত দেববর্মা, অঘোর দেববর্মা সহ অন্যান্য নেতারা৷ দক্ষিণ পদ্মবিল নিয়ে পরবর্তী আন্দোলন কর্মসূচী ঠিক করতে আইপিএফটির কেন্দ্রীয় নেতারা রাতেই জরুরি বৈঠকে বসেছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *