BRAKING NEWS

আংশিক সূর্যগ্রহণ কলকাতায়, ভালভাবে প্রত্যক্ষ করেছে ইন্দোনেশিয়া

Sun Eclipseকলকাতা ও নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকলেন কলকাতার মানুষ| মহানগরীতে ধরা পড়ল সূর্যগ্রহণের আংশিক ছবি| আর তাই নিয়ে মাতলেন কলকাতার মানুষ| ঘড়ির কাঁটা ৬টা ছুঁইছুঁই, এই অবস্থায় কলকাতার আকাশে শুরু হয় সূর্যগ্রহণ| বুধবার কলকাতায় ভোর ৫টা ৫১ মিনিট নাগাদ সূর্যোদয় হয়েছিল|
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালভাবে প্রত্যক্ষ করেছে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মানুষ| ইন্দোনেশিয়ার মালুক দ্বীপে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে ভিড় করেছিলেন কমপক্ষে পনেরো হাজার মানুষ| স্থানীয় সময় ভোর ৬টা ১৯ থেকে এই গ্রহণ শুরু হয়| ঘণ্টা খানেক পরেই সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে চাঁদ| উল্লেখ্য, ভারত সহ বিশ্বের ১৩টি দেশের আকাশে সূর্যগ্রহণের ছবি ধরা পড়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *