নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বনকুমারীর ধূপছড়া এলাকায় ছাগল চোর সন্দেহে দুই অটো চালককে পিটিয়ে রক্তাক্ত করেছেন এলাকাবাসী৷ আহতরা হল অটো চালক বিভূ মজুমদার ও উত্তম সরকার৷ দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব থানায় একটি মামলা গৃহীত হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনার বিবরণে জানা যায়, বিভূ মজুমদার ও উত্তম সরকার নামে দুই অটো চালক অনেকগুলো ছাগলকে একসঙ্গে দেখে খেলাচ্ছলে তাড়া করেছিল৷ তখনই স্থানীয় লোকজন তাদেরকে পাকড়াও করে ছাগলচোর সন্দেহ করে গণধোলাই দেয়৷ গণধোলাইয়ে মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশে রক্তপাত শুরু হয়৷ আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ জানা গেছে, দুই অটো চালক নিজেদেরকে চোর নয় বলে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ এটি একটি নিছক ভুল বুঝাবুঝির ঘটনা বলে অনেকে মনে করছেন৷ ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি উঠেছে৷
2016-03-09