BRAKING NEWS

১৮ জুন বায়ুসেনার প্রথম মহিলা পাইলট পাবে দেশ, জানালেন এয়ার চিফ মার্শাল

Arup Raha Chief Indian Air Forceনয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আগামী ১৮ জুন বায়ুসেনার প্রথম মহিলা পাইলটকে দেখতে পারবেন দেশবাসী| আন্তর্জাতিক নারী দিবসে এ কথা জানালেন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা| `সেনা পোশাকে মহিলারা’ এই বিষয়ের উপর একটি সেমিনারে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন, `এই মুহুর্তে যুদ্ধবিমানে ট্রেইনি হিসেবে কাজ করছেন তিন জন মহিলা| তঁারা প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন| প্রশিক্ষণ শেষ হলেই পুরুষ সহকর্মীদের সঙ্গে ১৮ জুন পাসিং আউট প্যারেডে তাঁদের দেখা যাবে|’
অরূপ রাহা আরও জানিয়েছেন, এরপরে অ্যাডভান্সড জেট ট্রেনিং করানো হবে তঁাদের| সবশেষে তঁারা যোগ দেবেন নিয়মিত বাহিনীতে| উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মহিলা পাইলট নেওয়ার সিদ্দান্ত নিয়েছিল সরকার| এ বিষযে রাহা বলেন, `মেয়েদের ফাইটার পাইলট হিসেবে নিয়োগ করার জন্য বায়ুসেনা যে প্রস্তাব দিয়েছিল, তা গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *