BRAKING NEWS

ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ দর্শালেই ভোটাধিকার ডি ভোটারদের : মুখ্যমন্ত্রী

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : অসমের ১.৩০ লক্ষ ডি ভোটারদের জন্য সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| তিনি জানান, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে ডিভোটারদের কেউ যদি তাঁদের ভারতীয় নাগরিকত্ব সম্পর্কীয় কোনও প্রমাণ দর্শাতে পারেন তাহলে তাঁরা ভোটাধিকার পাবেন| উল্লেখ্য, রাজ্যে বহিরাগত বলে প্রায় ১.৩০ লক্ষ নাগরিককে সন্দেহজনক অর্থা ডি অর্থা ডাউটফুল হিসেবে চিহ্নিত করা হয়েছে| তাঁদের মধ্যে অসংখ্য নাগরিক এখন ডিটেনশন ক্যম্প মানে বন্দিদশা কাটাচ্ছেন| মুখ্যমন্ত্রী জানান, ডি ভোটার সম্পর্কিত এক মামলায় দেশের উচ্চতম আদালতে এক আবেদন জমা দিয়েছিল তাঁর সরকার| গত ৮ ফেব্রুয়ারি উচ্চতম আদালতের বিচারপতি কুরিয়ান যোশেফ এবং বিচারপতি রহিনটন ফলির ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছে, ডি ভোটাররা যদি নির্বাচন কমিশনের কাছে তাঁদের ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণস্বরূপ নথিপত্র দেখাতে পারেন তাহলে তাঁরা ভোটাধিকার পাবেন| অবশ্য এক্ষেত্রে তাঁদের নথিপত্রগুলি উপযুক্ত কিনা তা সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের বিবেচ্য হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী| তিনি আরও জানান, এর আগে আদালতে ডি ভোটারদের চলমান বিচারপ্রক্রিয়া শেষ না-হওয়া পর্যন্ত এঁদের ভোটাধিকার হরণ করা হয়েছিল| এবার সুপ্রিম কোর্টে তাঁদের ভোটাধিকারকে বেশ শিথিল করে দিয়েছে| যে সব প্রকৃত ভারতীয় নাগরিক ডি ভোটার হিসেবে তাঁদের ভোটাধিকার হারিয়েছিলেন, তাঁরা এই জট থেকে মুক্তি পেলেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *