BRAKING NEWS

ব্যাক্তিগত কাজে ২ বন্দীকে নিয়োগ করে বিতর্কে কমলপুর জেলের জেলার

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ নিজের ব্যক্তিগত ধান ভাঙ্গানোর কাজে দুজন সশ্রম কারাদন্ডে দন্ডিত বন্দীকে নিরাপত্তা বেষ্টনির বাইরে পাঠানোয় আইনী বিপাকে পড়েছেন কমলপুর সাব জেলার জেলার৷ তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে৷
ধলাই জেলার কমলপুরের সাব জেইলার সঞ্জিব দেববর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছিল৷ শুক্রবার সাব জেইলারের বিরুদ্ধে অভিযোগ হাতে নাতে প্রমাণিত হয়েছে৷ এযাত্রায় চাকুরি থেকে বরখাস্তও হতে পারেন সাবজেইলার৷ কমলপুরের সাব জেইলার সঞ্জিব দেববর্মাশুক্রবার সকালে নিজের কারাদন্ড প্রাপ্ত দুই কয়েদি সঞ্জীব দেবনাথ ও নৃপেন্দ্র দেবনাথকে সাবজেইল থেকে প্রায় এককিলোমিটার দূরে একটি ধান ভাঙ্গানোর মিলে সাধারণ পোশাকে পাঠান ধান ভাঙানোর জন্য৷ এখবর পেয়ে কমলপুরের এসডিএম শুভাশিষ দাস ফুলছড়ি বাজারে ধানভাঙানোর মিলটিতে যান৷ সেখানে গিয়ে ঘটনার সত্যতাও পান৷ সাধারণ পোশাকধারী দুই কয়েদি তাদের নামধাম এসডিএমকে জানায়৷ সাব জেইলার তাদেরকে ধান ভাঙানোর জন্য পাঠিয়েছেন বলেও তারা স্পষ্টবাবে জানায়৷ সঙ্গে সঙ্গে তাদেরকে এসডিএম নিজে গাড়ি করে কমলপুর সাব জেইলে নিয়ে আসেন৷ সাব জেইলার সঞ্জিব দেববর্মার কাছে এসডিএম জানতে চান কিভাবে তাদেরকে পাঠানো হল৷ এসডিএম জানান, ব্যক্তিগত কাজে কয়েদিদের ব্যবহার করা সঠিক নয়৷ এব্যাপারে তিনি আইজি প্রিজনের সঙ্গেও কথা বলেন৷ সাব জেইলারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে৷ কমলপুর সাব জেইলারের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে৷ এসব বিষয়ে জানতে চাওয়া হলে সাব জেইলার মন্তব্য করেন মিডিয়া নাকি এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে৷ অথচ এসডিএম নিজেও বলেছেন, নিরাপত্তা বেষ্টনির বাইরে কয়েদিদের পাঠানো গুরুতর অপরাধ৷ এসব ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *