নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ মার্চ৷৷ ভিলেজ কাউন্সিল নির্বাচনে পদ্মবিল ব্লকের দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজটি জোর করে আইপিএফটির নিকট থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তীব্র আন্দোলনের দিকে পা বাড়ায় তারা৷ প্রথম ধাপে খোয়াই জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করে আইপিএফটি জেলাশাসকের নিকট থেকে তিনদিন পরও কোন আশ্বাস না পাওয়াতে আইপিএফটি আজ থেকে বাহাত্তর ঘন্টা বিক্ষোভ অবস্থানে বসল বাইজালবাড়ি বাজারে৷ আগামী ৮ মার্চ আইপিএফটি পদ্মবিল ব্লকের বিডিওর কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে এক ডেপুটেশানে মিলিত হচ্ছে৷ ২৭ ফেব্রুয়ারি ভোট গণনা থেকে অভিযোগ উঠে দক্ষিণ পদ্মবিলে৷
ভিলেজটি নির্বাচন ফলাফল ঘোষণা মতে আইপিএফটি জয়ী হয় ৬-৩ এর ব্যবধানে৷ ২৭ ফেব্রুয়ারি সোমবার গণনার দিন রাত আটটা দশ মিনিট রিটার্নিং অফিসার প্রদীপ দেববর্মা চার নং ওয়ার্ড এর আট নং আসনটিতে আইপিএফটি জয়ী হয় বলে ঘোষণা দেন৷ ঐ আসনে আইপিএফটি প্রার্থী ১৪৮ টি ভোট পায় এবং সিপিএম ১৪৭টি ভোট৷ যদিও পরে পুনঃ গণনা করিয়ে সিপিএমকে জয়ী করানো হয়৷ একই সঙ্গে ঐদিন ফলাফল ঘোষণায় আইপিএফটি প্রার্থীরা জয়ী হয় এক নং ওয়ার্ডের দুটি আসন৷ তিন নং ওয়ার্ডের পাঁচ ও ছয় নং আসন এবং চার নং ওয়ার্ডের সাত নং আসনটিতে৷ আরো রামচরণ দেববর্মা, সারথী দেববর্মা, করসঞ্জিত দেববর্মা, প্রেমবালা দেববর্মা এবং বিপুল দেববর্মাকে আইপিএফটি দলের বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচনী শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে বিপুল দেববর্মাকে বাদ দিয়ে বাকিদের প্রার্থীকে দিয়ে দেয়৷ বিগত ২৩ ফেব্রুয়ারি সর্বদলীয় বৈঠকে স্থির হয়েছিল গণনার দিন রাতে কাউকেই সরকারি শংসাপত্র দেওয়া হবে না৷ তা দেওয়া হবে পরদিন৷ রিটার্নিং অফিসারের ঘোষণা মতে দক্ষিণ পদ্মবিল ভিলেজটি আইপিএফটি দখল করে ৫০৪ এর ব্যবধানে৷ ২৯ ফেব্রুয়ারি আইপিএফটি পদ্মবিল ব্লকে পাঁচ প্রার্থীর বিজয়ী হওয়ার সরকারি শংসাপত্র নিতে গেলে বিডিও প্রদীপ দেববর্মা বিপুল দেববর্মার শংসাপত্র দেয়নি৷ জয়ী ঘোষণা দিয়েও শংসাপত্র না দেওয়াতে আইপিএফটি প্রার্থীরা গরম হলে বিডিও তাদের কাউন্টিং এজেন্ট সুদূজিৎ দেববর্মাকে নিয়ে আসতে বলেন৷ বিডিওর কথা মত সুদূজিৎকে নিয়ে এসে দেখেন বিডিও ওনার কক্ষ ছেড়ে পালিয়েছে আইপিএফটি নেতারা এই ঘটনার পরই ১লা মার্চ খোয়াই জেলাশাসক এন ডার্লং এর কাছে এই ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন৷ উল্লেখ্য, ঐদিন খোয়াই পুলিশ ও প্রশাসন পদ্মবিল ব্লকে জলকামান, কাঁদানো গ্যাস সহ বিশাল নিরাপত্তা বাহিনী দিয়ে ব্লক চত্বর ঘিরে রাখে৷ পুলিশ ও প্রশাসনের ধারণা ছিল আইপিএফটি ব্লকে হামলা চালাতে পারে৷ আইপিএফটি নেতারা ঘটনার বিচার চেয়ে জেলাশাসকের কাছে অভিযোগ দিয়ে গেলেও জেলাশাসকের তরফে কোন আশ্বাস তারা না পাওয়াতে আজ থেকে আইপিএপটি নেতা কর্মী ও সমর্থকরা দিবারাত্র ৭২ ঘন্টার বিক্ষোভ অবস্থানে বসে সকাল দশটা থেকে৷ এই বিক্ষোভ অবস্থান চলবে অনির্দিষ্টকালের জন্য৷ এর মধ্যে এই বিক্ষোভ চলাকালীন সময়েই আগামী আট মার্চ পদ্মবিল ব্লকে দেওয়া হবে এক ডেপুটেশান৷ এদিকে দক্ষিণ পদ্মবিলের চার নং ওয়ার্ডের সাত নং আসনটি কারা পেয়েছে পদ্মবিলের বিডিও তাও বলতে পারছে না আইপিএফটি নেতাদের৷ সংবাদে জানা যায় বিডিও প্রদীপ দেববর্মা গত দুদিন ধরে ব্লকে পা রাখছেন না৷ আইপিএফটির অনির্দিষ্টকালের এই বিক্ষোভে আজ উপস্থিত ছিলেন বিনয় দেববর্মা, অমরেন্দ্র দেববর্মা এবং স্থানীয় সম্পাদক প্রশান্ত দেববর্মা৷
2016-03-05

