BRAKING NEWS

চিকিৎসকদের নৈতিকতার প্রশ্ণে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নৈতিকতার প্রশ্ণে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ পাশাপাশি তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মানসিকতা পরিবর্তনের পক্ষেও জোর সওয়াল করেন তিনি৷ শুক্রবার স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ রোগীদের প্রতি চিকিৎসক, নার্স এবং চিকিৎসা কর্মীদের সহনশীল হতে হবে৷ তিনি বলেন, রাজ্যের দুটি ম্যাডিকেল কলেজে যে পাঠ্যসূচি রয়েছে তাতে অবশ্যই নৈতিকতার বিষয়টিকে অন্তর্ভূক্ত করা উচিত৷ ডাক্তারী পড়ুয়াদের কাছে তাদের শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই সাহসী হবার, মানুষের প্রতি বিশেষ করে রোগীদের প্রতি দরদী হবার, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে চ্যালেঞ্জ নেবার মানসিকতা নিজেদের মধ্যে গড়ে তোলার শিক্ষা দিতে হবে৷ এজন্য শিক্ষক শিক্ষিকারা যাতে ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এদিন তিনি হাসপাতালগুলির পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে দপ্তরকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন৷ জেলা ও মহকুমাস্তরের হাসপাতালগুলিতে প্রতিদিন একঘন্টা অন্তর পরিস্কার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷ এজন্য হাসপাতালের সুপার, চিকিৎসক, নার্স এবং জেলা ও মহকুমা স্বাস্থ্য আধিকারীকদের দায়িত্ব নিতে বলেছেন৷ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, হাসপাতাল নোংরা থাকাটা খুবই লজ্জার বিষয়৷
এদিকে, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রোগী ও তাদের পরিবার পরিজনদের সঙ্গে চিকিৎসকদের আরও বেশী করে কথা বলতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি মনে করেন, যদি সহনশীলতার সঙ্গে কথা বলা যায় তাহলে অনেক সমস্যারই তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব৷ সহনশীলতার প্রশ্ণে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যে সরকারী হাসপাতালেই মানুষ চিকিৎসা নিতে আসেন৷ কারণ বেসরকারী ভাবে রাজ্যে চিকিৎসা পরিষেবা সেভাবে গড়ে উঠেনি৷ ফলে, রাজ্যের হাসপাতালগুলিতে রোগীদের চাপ যথেষ্ট৷ চাপের মুখে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *