BRAKING NEWS

রাজীব হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত কেন্দ্রকেই নিতে হবে ঃ রাহুল গান্ধী

RGনয়াদিল্লি ও চেন্নাই, ৩ মার্চ (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া হবে কি, হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নিক কেন্দ্রীয় সরকার| বলটা আপাতত মোদী সরকারের কোর্টে ঠেলে দিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার রাহুল বলেছেন, `এ বিষয়ে আমি ব্যক্তিগত মতামত দেব না|’ সামনে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন| তার আগে তামিল ভোটব্যাঙ্ক অক্ষুণ্ণ রাখতে জয়ললিতা সরকার সিদ্ধান্ত নেয়, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭ হত্যাকারীকে জেল থেকে মুক্তি দেওয়া হবে| তাদের যুক্তি, ইতিমধ্যে ২০ বছর জেলে কাটিয়েছে দোষীরা| মুক্তির বিষয়ে কেন্দ্রের মতামত চেয়ে চিঠি পাঠায়| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *