BRAKING NEWS

ত্রিপুরার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ২৩ মার্চ থেকে বাংলাদেশে যাবে

Indo Bangla Electricনিজস্ব প্রতিনিধি, ঢাকা ও আগরতলা, ১ মার্চ৷৷ ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ২৩ মার্চ থেকে বাংলাদেশে যাবে৷ বাংলাদেশ বিদ্যুৎ মন্ত্রক সূত্রে জানা গেছে, দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন৷
গত ফেব্রুয়ারী থেকে বিদ্যুৎ আমদানি শুরু হবার কথা থাকলেও বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সম্পন্ন না হওয়ায় বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা যাচ্ছিল না৷ গত ৯ জানুয়ারী ঢাকায় বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে বৈঠক করেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে৷ ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে দাম চুড়ান্ত হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়৷ প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয় সাড়ে ৫ রুপি, যা বাংলাদেশি অর্থে ৬ টাকা ৪১ পয়সা৷
বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের বলেন, উদ্বোধনের আগে পিপিএ সই সম্পন্ন হবে৷ ‘নো ইলেক্ট্রসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে ত্রিপুরার সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি হবে৷ ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমাদনি করলেই দাম দিতে হবে৷ বিদ্যুৎ আমদানি না করলে দাম দিতে হবে না৷
সম্প্রতি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে জানিয়েছিলেন, সবরকম প্রস্তুতি চুড়ান্ত৷ আমাদের তরফে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা নেই৷ বিদ্যুৎ পরিবাহি লাইন বসানো সহ আনুসঙ্গিক অন্যান্য কাজ সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে৷ এখন বাংলাদেশ চাইলেই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে যাবে৷ তবে, হয়তো বাংলাদেশের তরফে এখনো খুটিনাটি কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে, যার জন্য কবে নাগাদ বিদ্যুৎ আমদানি করবে সে বিষয়ে সে দেশের তরফে স্পষ্টভাবে কোন দিনক্ষন ঘোষণা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *