BRAKING NEWS

ডুকলিতে জোড়া খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিরাশাজনক

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ পূর্ব ডুকলিতে গৌরী চক্রবর্তী ও তার ছেলেকে হত্যার ঘটনায় জড়িত গোপাল সরকারকে এখনো আটক করতে পারেনি পুলিশ৷ সে বাংলাদেশে গা ঢাকা দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই হত্যাকান্ডে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ৷  তারা হল রুপম দাস ও প্রসেনজিৎ দাস৷ রূপম দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ দুজনই বর্তমানে জেল হাজতে রয়েছে৷ কিন্তু ঘটনার ২৩ দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ এই মামলার তদন্তে এর চেয়ে বেশি কোন অগ্রগতি ঘটাতে পারেনি৷ ফলে সাধারণ ম ানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ পূর্ব ডুকলিতে গত ৮ ফেব্রুয়ারি রাতে গৌরী চক্রবর্তী ও তার পুত্রকে নৃশংসভাবে হত্যা করে আততায়ীরা৷ হত্যাকান্ডের পর ঘর থেকে কয়েন ভর্তি একটি কলসি নিয়ে গিয়েছিল খুনীরা৷ সেটিও রূপম দাসের স্বীকারোক্তি মূলে পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ৷ এই হত্যাকান্ডে জড়িত গোপাল সরকারকে অবিলম্বে গ্রেপ্তার এবং অভিযুক্তদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য, রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় একের পর এক হত্যাকান্ড সংগঠিত হচ্ছে৷ পুলিশ এসব ক্ষেত্রে ঘটনার তদন্ত করলেও তেমন কোন সাফল্য পাচ্ছে না৷ ফলে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *