নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ উজান অভয়নগর এলাকায় এক দম্পতিকে পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় কিছু লোকজন৷ আহত দম্পতিরা হল কুট্টি দেববর্মা ও তার স্বামী রিপন দেববর্মা৷ এব্যাপারে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের নামধামও পুলিশকে জানানো হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, উজান অভয়নগর এলাকায় রেখা সাহু , বিকাশ দাস, মনু সাহু, নিরঞ্জন সাহু, ঝুমা সাহু সহ কয়েকজন মিলে কুট্টি দেববর্মা ও রিপন দেববর্মাকে মারধর করেছে৷ তাদের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল৷ জমি বিরোধের জেরেই এই হামলার ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি উঠেছে৷
2016-03-02
