নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে তৃতীয় এক শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ছাত্রীটির নাম অঙ্কিতা দেবনাথ৷ বাড়ি ধলেশ্বর এলাকায়৷ জানা গেছে, অন্যান্যদিনের মতই অঙ্কিতা সকালে সুকলে আসে৷ সুকলে প্রার্থনা চলার সময় সে অসুস্থতা বোধ করে৷ শিক্ষকরা তার কাছ থেকে অভিভাবকের টেলিফোন সংগ্রহ করে বাড়িতে খবর পাঠান৷ অভিভাবকরাও তাকে নেওয়ার জন্য সুকলে আসছিলেন৷ তাকে নিয়ে মূল ফটকের কাছে অপেক্ষা করা হচ্ছিল৷ হঠাৎ ছাত্রীটি মাটিতে পড়ে যায়৷ এবং বমি করতে থাকে৷ সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছাত্রীটি৷ তার মৃত্যুর সংবাদে মহারাণী তুলসিবতী বিদ্যালয়ে গভীর শোকের ছায়া নেমে আসে৷
2016-03-01