BRAKING NEWS

সরকারিভাবে সুপারসনিক প্যাসেঞ্জার জেট তৈরির কথা ঘোষণা করল নাসা

NASAওয়াশিংটন, ১ মার্চ (হি.স.) : এবার সরকারিভাবে সুপারসনিক প্যাসেঞ্জার জেট তৈরির কথা ঘোষণা করল নাসা| অ্যামেরিকার এই মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, মার্কিন সংস্থা লকহিড মার্টিন নামে একটি সংস্থার সঙ্গে এবিষয়ে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে| এজন্য সংস্থাটিকে ভারতীয় মুদ্রায় ১৩৬ কোটি টাকাও দেওয়া হয়েছে|
নাসা-র দাবি, হোয়াইট বার্ড নামে সুপারসনিক প্যাসেঞ্জার জেটটি শব্দের থেকেও দ্রুতবেগে ছুটতে সক্ষম হবে| সাধারণ জেট ইঞ্জিনের শব্দ খুব বেশি| তার বদলে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ইঞ্জিনটি| এর নকশাটি এমনভাবে করা হয়েছে, যাতে শব্দ সবচেয়ে কম থাকে| ২০২০ সালে সুপারসনিক জেটটি আকাশে ওড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে| সেইসঙ্গে দূষণের মাত্রাও কম রাখতে সক্ষম হবে এই ইঞ্জিন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *