BRAKING NEWS

প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার ৬০ শতাংশ সুদের উপরেই শুধু কর

TAXনয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : আগামী ১ এপ্রিল থেকে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার সুদের একটা অংশের উপরেই শুধু কর চাপানো হচ্ছে| কোনও মূলধনের উপর কর চাপবে না| শুধুমাত্র ইপিএফের ৬০ শতাংশ সুদের উপরই কর লাগু হবে| বাকি ৪০ শতাংশ সুদ হবে আয়কর মুক্ত থাকবে| বাজেটে ইপিএফ- কর বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া| একইসঙ্গে তিনি জানিয়েছেন, পিপিএফ-এ কোনও কর ধার্য করা হবে না| তা থাকবে আগের মতোই করমুক্ত| বাজেট ঘিরে চাকুরীজীবীদের এই সংশয় নিরসন করল সরকার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *