চেন্নাই, ৩১ অক্টোবর (হি.স.): ভারী বর্ষণের শঙ্কায় তটস্থ চেন্নাইবাসী| গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণে এমনিতেই বিপর্যস্ত চেন্নাই| অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তাই জলমগ্ন| এমতাবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে| তাই আগেভাগেই চেন্নাইয়ের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| মঙ্গলবার চেন্নাইয়ের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল| এ প্রসঙ্গে, চেন্নাই মিউনিসপ্যাল কর্পোরেশনের কমিশনার ডি কার্তিকেয়ন জানিয়েছেন, ‘পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত|’ শহরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘পরিস্থিতি মোকাবিলা করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে| জল নামানোর জন্য ৪০০টি পাম্পকে চালানো হচ্ছে|’
চেন্নাইয়ের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ‘মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ে| এছাড়া তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে|’ প্রশাসনের তরফে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|
2017-10-31