বাবাকে পিটিয়ে খুন, ছেলেকে বেধে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ অক্টোবর৷৷ পুত্রের কাঠের ফালির আঘাতে মৃত্যু পিতার৷ পুলিশ কাঠের ফালিসহ খুনি পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে যায়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাংখল পাড়ার দেবনাথ এলাকায় অষ্টমী পূজার রাতে৷
ঘটনার বিবরণে জানা যায় ঐ এলাকার বাসিন্দা পিটার রাংখল৷ ইন্ডিয়ান আর্মিতে চাকুরি করতেন পিটার রাংখল৷ বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত৷ উনার দুই ছেলে৷ এর মধ্যে ছোট ছেলে বখাটে৷ বাড়িতে উশৃঙ্খলতা করত দীর্ঘদিন ধরেই৷ দুই বছর পূর্বে সে তার পিতাকে নেশায় আসক্ত হয়ে প্রচণ্ড মারধোর করে৷ তার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা হয় এবং ৮ মাস জেলে থাকে৷ পরবর্তী সময়ে ছেলে ভালো হয়ে গেছে ভেবে মা-বাবা তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে৷ তবে কিছুদিন ভাল চললেও সে ফের সংসারে অশান্তি সৃষ্টি করতে থাকে৷ তার যন্ত্রণায় মা ও ভাই বাড়ী থেকে চলে যায়৷ অষ্টমী পূজার রাতে ৮টা নাগাদ সে চড়াও হয় তার বাবার উপর৷ কাঠের ফালি দিয়ে আঘাত করে মাথায়৷ সঙ্গে সঙ্গে বাবা মাটিতে লুটিয়ে পরে এবং তাঁর মৃত্যু হয়৷ মা নিজের প্রাণ বাঁচাতে এলাকা বাসীর সাহায্য নেয়৷ কোন ভাবে রাত কাটলেও সকালে গ্রামের লোক আসলে তাদের উপরও চড়াও হয়৷ কোন ভাবে এলাকাবাসী তাকে ধরে বেঁধে খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ দুপুর ১ টা নাগাদ এসডিপিও তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে ধরে আনে থানায়৷ অপরদিকে মৃতদেহটি তেলিয়ামুড়া হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ খুনি ছেলেকে কিছু চিকিৎসার পর খোয়াই কোর্টে চালান দেওয়া হবে বলে জানান এসডিপিও তাপস দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *