আগরতলা, ২৮ জুলাই: বিভিন্ন দাবিতে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে সোমবার শিক্ষা অধিকর্তা এনসি শর্মার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে সংস্থার পাঁচ সদস্যভিত্তিক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
সংস্থার রাজ্য কমিটির যুগ্ম আহ্বায়ক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হকের নেতৃত্বে এদিন এই ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কিচেন গার্ডেন এর জন্য আলাদা সেল গঠন করা, প্রতিটি হেলাম নার্সারী গড়ে তোলা যাতে বিদ্যালয় ও মাদ্রাসা ওমির কিচেন গার্ডেন এর জন্য বিনামূল্যে ফুল, ফল, সব্জি ও ঔষধি উদ্ভিদ থাকে। কিচেন গার্ডেন পরিদর্শনের জন্য নির্দিষ্ট গাড়ির ব্যাবস্থা করা ইত্যাদি।
পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য পরীক্ষিৎ দে, হিরন্ময় রাম, মৌমিতা মজুমদার ও সিপাহীজলা জেলা কমিটির কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য্য। শিক্ষা অধিকর্তা দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেন ও প্রয়োজনীয় ব্যাবস্থা নেবার আশ্বাস দেন।

