আগরতলা রেল স্টেশন থেকে গাঁজাসহ দুই মহিলা পাচারকারী আটক

আগরতলা, ১৩ জুলাই – শনিবার গভীর রাতে আগরতলা রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী। ধৃতরা গাঁজাগুলোকে চেন্নাইয়ে পাচার করার চেষ্টা করছিল বলে জানা গেছে।

জিআরপি আধিকারিকরা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালায় জিআরপি ও আরপিএফ-এর একটি যৌথ দল। অভিযানে একটি নির্দিষ্ট ট্রেন থেকে দুই মহিলা যাত্রীর কাছ থেকে ২৩.৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৭.৯৩ লক্ষ টাকা।

জিআরপি থানা পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাদের বিরুদ্ধে এনডিপিএস (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস) আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং দ্রুত আদালতে পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনার মাধ্যমে আগরতলা রেল স্টেশনকে মাদক পাচারের একটি সম্ভাব্য রুট হিসেবে ব্যবহারের চেষ্টা আবারও প্রকাশ্যে এলো। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ধরনের অবৈধ কার্যকলাপ দমনে তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।