হায়দ্রাবাদে ভেজাল তাড়ি খেয়ে ১ জনের মৃত্যু, ১৭ জন অসুস্থ

হায়দ্রাবাদ, ৯ জুলাই : হায়দ্রাবাদের কুকাটপল্লি এলাকায় ভেজাল তাড়ি খাওয়ার ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত ব্যক্তির নাম সীতারাম (৪৭)। তিনি ওয়ানাপার্থি জেলার বাসিন্দা এবং হায়দরনগর এলাকায় বসবাস করতেন। বুধবার গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, অসুস্থদের মধ্যে চারজন মহিলা রয়েছেন। তাদের রাতারাতি তিনটি ভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, ১৫ জনকে নিজামের ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস(নিমস)-এ, ২ জনকে গান্ধী হাসপাতালে এবং ১ জনকে প্রতিমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত রবিবার এবং মঙ্গলবার হায়দরনগরের বিভিন্ন দোকান থেকে এই তাড়ি ক্রয় করে পান করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর থেকেই তারা রক্তে শর্করার মাত্রা হ্রাস, মাথা ঘোরা এবং ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে ভুগছিলেন। প্রথমে তাদের কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়।

মঙ্গলবার পুলিশ এবং মদ্যপান ও নিষেধাজ্ঞা দপ্তর বিষয়টি জানতে পেরে ১২ জনকে নিমস হাসপাতালে স্থানান্তর করে। পরে রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছায়। এদের মধ্যে ৭৮ বছরের এক বৃদ্ধের অবস্থা গুরুতর ছিল।

প্রশাসন হায়দরনগর, শামশিগুডা এবং কেপিএইচবি কলোনির চারটি তাড়ির দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দোকানগুলো সিল করে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুকাটপল্লি এবং আশেপাশের এলাকায় বেসরকারি হাসপাতালে কেউ একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন কি না, তা খতিয়ে দেখছে প্রশাসম।

বুধবার নিমস হাসপাতালে আক্রান্তদের দেখতে যান নিষেধাজ্ঞা ও আবগারি মন্ত্রী জুপল্লি কৃষ্ণা রাও। তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। কুকাটপল্লি বিধায়ক মাধবরম কৃষ্ণা রাও এবং সেরিলিংমপল্লি বিধায়ক আরেকাপুড়ি গান্ধিও হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে দেখা করেন।

তাঁরা অভিযোগ করেন, নিষেধাজ্ঞা ও আবগারি দপ্তরের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বিধায়করা বলেন, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। তাঁরা সরকারকে আহ্বান জানান, আক্রান্তদের সমস্ত রকম সাহায্য প্রদান করা হোক।