বৈষ্ণোদেবী ভূমিধস: প্রবল বৃষ্টির জেরে মন্দিরগামী নতুন রুট ক্ষতিগ্রস্ত, ব্যাটারি গাড়ি ও হেলিকপ্টার পরিষেবা সাময়িক বন্ধ

কাতরা, ২৩ জুন : জম্মু ও কাশ্মীরের বিখ্যাত মাতা বৈষ্ণোদেবী মন্দিরে প্রবেশের নতুন পথ হিমকোটি রুটে প্রবল বর্ষণের ফলে ভূমিধসের সৃষ্টি হয়েছে। এর জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাটারি গাড়ি, কেবল কার এবং হেলিকপ্টার পরিষেবা। ঘটনাটি ঘটেছে ২৩ জুন সত্যা ভিউ পয়েন্টের কাছে যা নতুন প্রবেশপথের অংশ। জানা গেছে, এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তীর্থযাত্রীদের পুরনো রুটে পাঠানো হয়েছে।

রবিবার কাতরা সহ ত্রিকূট পর্বত এলাকায় প্রবল বর্ষণ হয়। এর ফলে নতুন প্রবেশপথের পাহাড়ি অঞ্চলে জল জমে এবং সেখান থেকে পাথর ও ধ্বংসাবশেষ পড়ে ভূমিধসের সৃষ্টি হয়েছে। ভূমিধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড (এসএমডিএসবি) দ্রুত পদক্ষেপ নিয়ে পুরনো রুটটি খুলে দেয়। ব্যাটারি-চালিত গাড়ি, কেবল কার এবং হেলিকপ্টার পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসনের বিপর্যয় ব্যবস্থাপনা দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নিরাপত্তা নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, নতুন রুটে সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে পায়ে হেঁটে চলার পুরনো পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের।

শ্রাইন বোর্ড ও বিপর্যয় ব্যবস্থাপনা দল মিলিতভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে এবং দ্রুত নতুন রুট পরিষ্কার ও সচল করার কাজ চলছে। ভূমিধসে প্রায় ৩০ ফুট এলাকা ধ্বংসাবশেষে ঢেকে গেছে, তা সরাতে আমাদের কর্মীরা নিরবচ্ছিন্ন কাজ করে চলেছেন,” জানিয়েছেন এক কর্মকর্তা।

প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছে, যাত্রীরা আবহাওয়ার সর্বশেষ আপডেট এবং মন্দির সংক্রান্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে তবেই যাত্রা শুরু করুন। তবে, ভূমিধসের মাঝেও ‘জয় মা বৈষ্ণোদেবী’ ধ্বনি দিতে দিতে তীর্থযাত্রীরা তাদের যাত্রা অব্যাহত রেখেছেন, পরিবার ও সহযাত্রীদের সঙ্গে। তাঁদের অটুট বিশ্বাস এবং ভক্তিই এই দুর্গম পরিস্থিতিতেও এগিয়ে চলার প্রেরণা জোগাচ্ছে।