আগরতলা, ১৬ মে : মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ডঃ এল মুরুগান। এদিন মুখ্যমন্ত্রীর সরকারির বাসভবনে এক সৌজন্যমূলক সাক্ষাৎকার ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজ্যের অগ্রগতির জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেন এবং, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতির উপর কেন্দ্রের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। পাশাপাশি ত্রিপুরার উন্নয়নে সবরকম সাহায্যের আশ্বাস ও তিনি দেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

