সিপিআইএমের ২৪তম পার্টি কংগ্রেসের পর রাজ্য কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১১ মে : সিপিআইএমের ২৪তম পার্টি কংগ্রেসের পর প্রথমবারের মতো রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। আগরতলায় সিপিআইএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ও সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ দলের শীর্ষ কর্মকর্তারা।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বভারতীয় রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি ত্রিপুরায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। দলকে মজবুত করতে সাংগঠনিক দিক থেকে নতুন কৌশল গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গণসংযোগ এবং জনআন্দোলন জোরদার করার মাধ্যমে রাজ্যে সিপিআইএম-এর ভূমিকা আরও সক্রিয় হবে।