আগরতলায় এসে নিখোঁজ মনু বাজারের ব্যবসায়ী অর্জুন বণিক, পরিবারে চরম উৎকণ্ঠা

সাব্রুম, ১১ মে: আগরতলায় এসে নিখোঁজ হয়ে গেলেন মনু বাজারের পরিচিত ব্যবসায়ী অর্জুন বণিক। গত ৯ মে সকাল ৮টা ১০ মিনিটে সাব্রুম-আগরতলা ডেমো স্পেশাল ট্রেনে দোকানের সামগ্রী কেনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি।

অর্জুন বণিক ‘কালিমাতা স্টোরস্’-এর মালিক। তাঁর ছোট ভাই স্বদেশ বণিক জানিয়েছেন, ওইদিন দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল ফোনে শেষবারের মতো যোগাযোগ হয়। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ পাচ্ছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে মনু বাজার থানায় নিখোঁজ ডায়রি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে একজন পরিচিত ব্যবসায়ীকে ঘিরে এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবারে এবং এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অর্জুন বণিক আগে কখনও এভাবে যোগাযোগবিচ্ছিন্ন হননি।

নিখোঁজের ঘটনার দ্রুত সমাধান এবং অর্জুন বাবুর সুস্থ ফিরে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী।