আগরতলা, ১১ মে: চুরি যাওয়া মূল্যবান সামগ্রীসহ তিন কুখ্যাত চোরকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ বড়সড় সাফল্য অর্জন করেছে। ধৃত তিনজন ‘নিশিকুটুম্ব’ দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তরা আইএস অভিষেক চন্দের কুঞ্জবন এলাকায় অবস্থিত আবাসন থেকে আইফোন, আইপ্যাড সহ বিভিন্ন ইলেকট্রনিক ও মূল্যবান সামগ্রী চুরি করেছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করে এবং অভিযানে চুরি যাওয়া সামগ্রীসহ তিনজনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে যুক্ত। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

