কল্যাণপুরে ১৪ বছরের স্কুল ছাত্রের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

কল্যাণপুর, ২৯ এপ্রিল : কল্যাণপুর থানার অন্তর্গত এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। মাত্র ১৪ বছরের এক স্কুল ছাত্র নিজের বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ছাত্রের পিতা জানান, বাড়িতে কোনও বড় ধরনের অশান্তি ছিল না। তবে সন্তানকে সঠিক পথে রাখার জন্য নিয়মিত বোঝানো হতো, মাঝে মাঝে বকাও দিতেন তিনি ও তার স্ত্রী। পিতার কথায়, “খাওয়া-দাওয়া ঠিক মতো করা, নিয়ম মেনে চলা এবং ভালো মানুষ হয়ে ওঠার জন্য প্রায়ই আমরা তাকে পরামর্শ দিতাম। আজ সকালে চুল কাটার বিষয়েও ছেলেকে বলেছিলাম।”

তবে সেই ছোট্ট বকুনিই যে এমন ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেবে, তা বুঝতে পারেননি শোকার্ত বাবা-মা। ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের তরফে জানানো হয়েছে, আনার আগেই ছেলের মৃত্যু হয়েছিল।

ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ বর্তমানে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।