বাড়ল সূচক, পয়লা বৈশাখের আগে লগ্নিকারীদের মুখে হাসি

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.): শুক্রবার, চলতি সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের লাফিয়ে বাড়ল সূচক। ফলে পয়লা বৈশাখের আগে লগ্নিকারীদের মুখে ফুটেছে হাসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক নীতিতে ৯০ দিনের স্থগিতাদেশ জারি করতেই এশিয়ার শেয়ার বাজারে ঝড় ওঠে। এ বার সেই ছবি দেখা গেল বম্বে স্টক এক্সচেঞ্জে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও।

এ দিন ৭৫,১৫৭.২৬ পয়েন্টে উঠে বন্ধ হয় সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচকে ১,৩১০.১১ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে, যেটা ১.৭৭ শতাংশ। অন্য দিকে, নিফটি-৫০ উঠেছে ২২,৮২৮.৫৫ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক বেড়েছে ১.৯২ শতাংশ বা ৪২৯.৪০ পয়েন্ট।

দু’টি বাজার মিলিয়ে মোট ৩,০০৬টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর পড়েছে ৮০৭টি স্টকের। পাশাপাশি, ১১০টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি।