দিনের শুরুতেই ৪০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

মুম্বই, ৭ এপ্রিল (হি.স.): সোমবার সকালে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে বিপুল ধস নামে সেনসেক্স ও নিফটিতে। প্রায় চার হাজার পয়েন্ট পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইতে। একই দশা নিফটিরও। এক হাজার পয়েন্ট পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও।

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ‘আফটার শকে’ই বেসামাল হয়ে পড়েছে ভারতীয় শেয়ার বাজার। মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সপ্তাহান্তের ছুটির পর সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়।

এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বাজার বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই রক্তক্ষরণ। শুধু দালাল স্ট্রিট নয়, রক্তাক্ত সমগ্র এশিয়ার স্টক মার্কেটই।

প্রসঙ্গত, মার্কিন শেয়ার সূচক ন্যাসড্যাক এবং ডাও জোন্সেও বড় ধস নেমেছিল আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক নীতি ঘোষণার পর পরই। আইনে ডক্টরেট সহ বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক, জিম ক্রেমার, দ্যস্ট্রিটের প্রতিষ্ঠাতা এবং “ম্যাড মানি” অনুষ্ঠানের হোস্ট সিএনবিসি, বিশ্ব বাজারের বিনিয়োগকারীদের সতর্ক করেছিলেন যে সোমবার শেয়ার বাজার খোলার পরে একটি সম্ভাব্য রক্তপাত ঘটতে পারে। একাধিক সংবাদমাধ্যম এ নিয়ে আগাম হুঁশিয়ারিও দিয়েছিল।