নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ভারতের ওপর আমেরিকার শুল্ক চাপানোর তীব্র নিন্দা করলেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি। ভারত সরকারের উদ্দেশ্যে মনীশের পরামর্শ, সরকারকে মেরুদণ্ড তৈরি করতে হবে ও আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার মনীশ তিওয়ারি বলেছেন, “এটি আমেরিকা ও ভারত সরকারের মধ্যে চলমান আলোচনার চরম ব্যর্থতার বুঝিয়ে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনও উস্কানি ছাড়াই শুল্ক আরোপ করেছে, আমাদের শিক্ষার্থীদের বহিষ্কার করেছে এবং ভিসা বাতিল করেছে, এবং সরকার একেবারেই নীরব। সরকারের মেরুদণ্ড বিকাশ করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।”