কৈলাসহর, বৃহস্পতিবার: টানা দু’দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কৈলাসহর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পদ্মের পাড় এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বিকল্প কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে তারা বাধ্য হয়ে অস্বাস্থ্যকর জল ব্যবহারে নিরুপায় হয়ে পড়েছেন।
জল সংকটের কারণে অনেক বাসিন্দা ওয়াটার প্ল্যান্ট থেকে ফেলে দেওয়া আয়রন মিশ্রিত জল সংগ্রহ করে ব্যবহার করছেন। সাধারণত পরিশোধনের পর এই জল নিষ্কাশন করা হয়, যা পানযোগ্য নয়। কিন্তু পরিস্থিতির চাপে স্থানীয়দের এ জল ব্যবহার করতে বাধ্য হতে হচ্ছে।
বাসিন্দাদের দাবি, অবিলম্বে প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে সাধারণ মানুষকে আর এমন দুর্ভোগের মুখোমুখি না হতে হয়।