নিম্নমানের কাজের অভিযোগে রাস্তার কাজ আটকে দিল স্থানীয়রা

আমবাসা, ৩১ মার্চ : নিম্নমানের কাজের অভিযোগ এনে ধলাই জেলার আমবাসায় ঠিকেদার কর্তৃক নির্মিত পিচ রাস্তার কাজ আটকে দিলো সম্মিলিত গ্রামবাসীরা। আমবাসার ওই ঠিকেদার মাত্র ১২০মিটার দৈর্ঘ্যর রাস্তাটির কাজ শেষ করতে সময় নিলো প্রায় দেড় বছর বলে অভিযোগ। যদিও ওই রাস্তা নির্মাণের কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকেদার। ওই রাস্তা নির্মাণ নিয়ে ক্ষোভে ফুসছে গ্রামবাসিরা। ওই গ্রামের মহিলারা একজোট হয়ে কাজ বন্ধ করে দেন। সোমবার সকাল দশটা পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছর যাবত গন্ডাছড়া মহকুমার ডুম্বুনগর ব্লকের উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হরিপুরের ব্লক টিলার ১২০মিটার লম্বা একটি রাস্তা দীর্দিন যাবৎ বেহাল দশায় পড়েছিল। পূর্ত দপ্তর সূত্রে সংবাদে জানা গিয়েছে ২০২৩-২৪অর্থ বছরে ওই ব্লকটিলার ১২০মিটার রাস্তা মেরামতির কাজটি পান এক ঠিকাদার। গ্রামবাসীদের অভিযোগ এক বছর পূর্বে জনাকয়েক শ্রমিক দিন কয়েক কাজ করে চলে যায়। তারপর থেকে কোন ঠিকেদারের দেখা পাওয়া যাচ্ছিল না।এরপরই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় ওই গ্রামের লোকজন। ঘটা করে প্রকাশিত হয় ওই বেহাল রাস্তার সংবাদ।

সংবাদের জেরে নড়েচড়ে বসে পূর্ত দপ্তর। রবিবার থেকে রাস্তা মেরামতির কাজে হাত দেয় ঠিকেদার। ঠিকেদার পালিয়ে থাকলেও কাজের সাইটে পাঠানো হয় আরো এক ব্যক্তিকে। রবিবার কাজ শুরুর দুই ঘন্টা পরই স্থানীয়দের ঘেরাও এর মুখে পড়ে ওই ব্যক্তি। গ্রামবাসীদের অভিযোগ ওই রাস্তার কাজ হচ্ছে অতি নিম্নমানের। গ্রামবাসীদের অভিযোগ রাস্তাটি দৈর্ঘ্য ১২০মিটার হলেও প্রস্থে ৩মিটার ৭৫সেন্টিমিটারের জায়গায় করা হচ্ছে ৩মিটার। আরো অভিযোগ রাস্তায় পর্যাপ্ত বিটুমিন দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে না পাথর। বেশ কয়েকটি অভিযোগ এনে রবিবার ব্লকটিলার মহিলা পুরুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়। সংবাদ পেয়েই সোমবার আমবাসা থেকে তড়িঘড়ি গন্ডাছড়ায় ছুটে আসেন ওই ঠিকেদার। ঠিকেদার গ্রামবাসীদের হাতে পায়ে ধরে রাস্তার কাজটি শুরু করান। রাস্তাটির গুণগতমান খতিয়ে দেখুক সংশ্লিষ্ট দপ্তর। এমনটাই দাবি সাধারণ নাগরিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *