বিলোনিয়া, ৩১ মার্চ : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ঝা চকচকে হল বড়পাথরী থেকে যশমুড়া পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তা অবশেষে সংস্কার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী। পথচারী থেকে যানবাহন চালক— সকলেই খুশি নতুন মেরামত হওয়া মসৃণ রাস্তায়।
বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর বিধানসভা কেন্দ্রের বড়পাথরী-যশমুড়া রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। রাস্তায় অসংখ্য গর্ত এবং খানা-খন্দের কারণে চলাফেরা করাই দুঃসাধ্য হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দাদের জন্য। যানবাহন চালকদেরও পড়তে হত নানান সমস্যায়। প্রায়শই ঘটত ছোট-বড় দুর্ঘটনা, যা এলাকাবাসীদের উদ্বেগ বাড়িয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে পূর্ত দপ্তরের তরফে কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ ছিল স্থানীয়দের।
রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার ক্ষমতায় আসার পর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে সক্রিয় হন। তিনি পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। এরপর যথাযথ প্রক্রিয়া মেনে ঠিকাদারি সংস্থার মাধ্যমে সংস্কারের কাজ শুরু হয়। সাত বছর পর সেই বহু প্রতীক্ষিত রাস্তার কাজ অবশেষে প্রায় শেষের পথে।
এলাকাবাসীরা এই রাস্তার সংস্কার দেখে দারুণ খুশি। তাঁরা বর্তমান সরকার ও বিধায়িকা স্বপ্না মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক বাসিন্দা বলেন, অনেকদিন ধরে আমরা এই রাস্তার জন্য দাবি জানিয়েছিলাম। অবশেষে সেটি বাস্তবায়িত হওয়ায় খুবই ভালো লাগছে। এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছি।
স্থানীয়দের আশা, নতুনভাবে সংস্কার হওয়া এই রাস্তা যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘস্থায়ী হবে এবং আর যেন অবহেলার শিকার না হয়।