হরিদ্বার, ৩০ মার্চ (হি.স.): কথায় আছে, “রাখে হরি, তো মারে কে”, এই প্রবাদ আরও একবার সত্য প্রমাণিত হল। অল্পের জন্য প্রাণে বাঁচল হরিয়ানার একটি পরিবার। শনিবার গভীর রাতে দিল্লি থেকে হরিদ্বারগামী একটি গাড়িতে আগুন ধরে যায়। ধোঁয়া দেখতে পাওয়া মাত্রই চালক গাড়ি থামিয়ে দেন, দ্রুত গাড়ি থেকে নেমে আসেন সবাই। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি।
পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে হরিদ্বারগামী একটি গাড়িতে রুরকির কাছে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের ওপর আগুন ধরে যায়। হরিয়ানার সোনিপত থেকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। গভীর রাতে গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক, তিনি গাড়ি থামিয়ে সবাইকে নিরাপদে বাইরে বের করে আনেন। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি আগুনে পুড়ে যায়।