সোনামুড়া, ২৯ মার্চ: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে সোনামুড়া বাজারে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। রমজানের ২৮তম দিন পেরিয়ে আসন্ন ঈদের আনন্দে মেতেছে সোনামুড়া এলাকার মানুষ। সম্ভাব্য সোমবার বা মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে, সেই উপলক্ষে বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
ঈদকে কেন্দ্র করে নতুন পোশাকের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, শিশুদের পোশাক এবং জুতার দোকানে ভিড় চোখে পড়ার মতো। পাশাপাশি, ঈদের অন্যতম উপকরণ সেমাই, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কেনাকাটাও তুঙ্গে।
অন্যদিকে, চৈত্র সংক্রান্তিকে ঘিরে চলছে বিভিন্ন দোকানে বিশেষ ছাড় ও অফার। ব্যবসায়ীদের মতে, ঈদ এবং চৈত্র সেল মিলিয়ে এবছর তাদের বেচাকেনা বেশ ভালোই হচ্ছে। তারা আশা করছেন, শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে।
ক্রেতারা জানান, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেশি হলেও ঈদের খুশিতে পরিবারের জন্য সেরা পোশাক ও খাবার কিনতে পিছপা হচ্ছেন না কেউই। অন্যদিকে, বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার বিক্রি বেশি হওয়ায় তারা বেশ সন্তুষ্ট।
সব মিলিয়ে ঈদ ও চৈত্র সেলের আনন্দে মুখরিত সোনামুড়া বাজার, যা শহরজুড়ে উৎসবের আমেজ এনে দিয়েছে।