নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের জনগণের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে, ভারত এই কঠিন সময়ে মায়ানমারের জনগণের পাশে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “আমি মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে কথা বলেছি। আমরা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানাই।”
প্রধানমন্ত্রী মোদী টুইট করে আরও জানান, “ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে, ভারত এই কঠিন সময়ে মায়ানমারের জনগণের পাশে আছে। অপারেশন ব্রহ্মার অধীনে দুর্যোগ ত্রাণ সামগ্রী, মানবিক সহায়তা এবং অনুসন্ধান ও উদ্ধার দলগুলিকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে।”