গবাদি পশু পাচারকে কেন্দ্র করে ধর্মনগরের আনন্দবাজারে চাঞ্চল্য, গাড়ি ভাঙচুর, পাঁচটি গবাদি পশু উদ্ধার

ধর্মনগর, ২৯ মার্চ : ধর্মনগর মহকুমার আওতাধীন আনন্দবাজার এলাকায় গবাদি পশু পাচারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে একটি গাড়ি আটক করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই আটকৃত গাড়ি থেকে পাঁচটি বার্মিজ গবাদি পশু উদ্ধার করা হয়েছে। তবে তিনটি গবাদি পশু বোঝাই গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত গাড়ি চালককে পুলিশ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শনিছড়া এলাকা থেকে চারটি গবাদি পশু বোঝাই বোলেরো পিকআপ ভ্যান ফটিকরায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ধর্মনগর-কৈলাশহর সড়কের আনন্দবাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা গাড়িগুলিকে আটকানোর চেষ্টা করলে তিনটি গাড়ি পালিয়ে যায়। একটি গাড়ি আটক করে স্থানীয়রা গাড়িতে ভাঙচুর চালায় এবং পাঁচটি গবাদি পশু উদ্ধার করে। আটক গাড়িটির নম্বর টিআর০জি/১৭৯৪। আটক গাড়ির চালক পানিসাগর মহকুমার রুয়া গর্জন টিলা এলাকার বাসিন্দা ফখর উদ্দিন। স্থানীয়দের হামলায় তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এদিকে, আহত চালক ফখর উদ্দিন জানান, পাচারের জন্য ব্যবহৃত গাড়িগুলির মালিক গোবিন্দ মালাকার। আর গরুগুলির মালিক রামনগর এলাকার কুখ্যাত গবাদি পশু পাচারকারী লিটন দাস । এছাড়াও তার সঙ্গে ছিল আরেক পাচারকারী গোপাল মালাকার। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, রামনগরের কুখ্যাত গবাদি পশু পাচারকারী লিটন দাস প্রতিনিয়ত একাজের সঙ্গে জড়িত থাকলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যে পুলিশের সঙ্গে পাচারকারীদের গোপন বোঝাপড়া রয়েছে, যার ফলে পাচারের ঘটনা বন্ধ হচ্ছে না। এলাকাবাসীরা জানিয়েছেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে তারা নিজেরাই গবাদি পশু পাচার রুখতে উদ্যোগী হয়েছেন। ওইদিনের অভিযানে উদ্ধারকৃত পাঁচটি বার্মিজ গরু গোরক্ষনাথ ঘোষালায় পাঠানো হয়েছে।

বিশেষ সূত্রে জানা গেছে, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে স্থানীয় মানুষ নিজেরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হবেন। তারা গরু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *