বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত, এই অন্ধকার মুছে দেওয়ার জন্য বিশ্ববিবেক জাগ্রত হোক, আবেদন রেখেছেন

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ত্রিপুরার খাদ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেদেশে লাগাতর খুন, সন্ত্রাস এবং সম্প্রতি ধানমন্ডিতে শেখ মুজিবর রহমানের স্মৃতি বিজড়িত ভবনটি বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনায় ডা: ইউনূসের নেতৃত্বে পরিচালিত অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছেন তিনি।

আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, বাংলাদেশ আজও আগুনের ওপর দাঁড়িয়ে আছে, ন্যায়বিচার নির্বাসিত, রক্তাক্ত মানবতা।

সাথে তিনি যোগ করেন, একদিন শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “ধর্ষিতার বাবার নামের পাশে আমার নাম দিয়ে দিও; আর ঠিকানা লিখো ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি।” এই বাড়িটি ধ্বংস করে দিয়েছে সভ্যতা বিরোধীরা। আজ সেই বাংলাদেশে প্রতিবাদ মানেই গুলি, সত্য বলা মানেই মৃত্যুদণ্ড!

তিনি আক্ষেপের সুরে বলেন, বাংলাদেশ একসময় মুক্তির জন্য লড়েছিল, অথচ আজ সেখানে মুক্তির স্বপ্নই বিলীন হয়ে যাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেতে হয়, বিচার চাইতে গেলে নির্যাতনের শিকার হতে হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর নির্যাতন লেগেই আছে। মন্দির ধ্বংস হয়, ধর্মীয় উৎসবে হামলা হয়, তবু বিশ্ব কেন নীরব, প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

তিনি ক্ষোভের সুরে বলেন, সে দেশে প্রতিদিন রক্ত ঝরছে, নিরপরাধ মানুষের আর্তনাদ ভেসে আসছে। কি ভূমিকা সে দেশের রাষ্ট্রপ্রধানের? আর কতদিন এই অত্যাচার মানবতাকে ধ্বংস করে যাবে, প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের কাছে এই প্রশ্ন করেন তিনি। তাঁর কাতর আবেদন, এই অন্ধকার মুছে দেওয়ার জন্য বিশ্ববিবেক জাগ্রত হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *