আগরতলা, ৭ ফেব্রুয়ারী: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে কলমচৌড়া থানার পুলিশ। উত্তর কলমচৌড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ। এদিন প্রায় ১০ হাজার গাঁজা গাছ নষ্ট করতে সক্ষম হয়েছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে উত্তর কলমচৌড়া এলাকায় গাঁজা চাষ করা হচ্ছে। ওই খবরের ভিত্তিতে পুলিশ বাহিনীর অভিযানে প্রায় ১০ হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি। এদিনের অভিযানে ছিলেন কলমচৌড়া থানার ওসি নারু গোপাল দেব, এএসআই বিশ্বজিৎ দেববর্মা।