ভারতের সার উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ৩১৫ লক্ষ মেট্রিক টন : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের সার উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ৩১৫ লক্ষ মেট্রিক টন। শুক্রবার সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে উত্তর দেওয়ার সময় কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, ভারত ২০১৪ সালে ২২৫ লক্ষ মেট্রিক টন সার উৎপাদন করেছিল, যা এখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জে পি নাড্ডা আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে বিদ্যমান উৎপাদন ইউনিটের সক্ষমতা বার্ষিক ২০ লক্ষ মেট্রিক টন বাড়িয়ে ২৫ লক্ষ মেট্রিক টন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, সার উৎপাদন বৃদ্ধির বিষয়টি ব্যবহার দ্বারা নয়, নির্দিষ্ট এলাকায় পাওয়া কাঁচামালের পরিমাণ দ্বারা নির্ধারিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *