লখনউ, ৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রবীণ বিজেপি নেতা এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি কামেশ্বর চৌপালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য এবং পরম রামভক্ত কামেশ্বর চৌপাল জির প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। তাঁর সমগ্র জীবন ধর্মীয় ও সামাজিক কাজে নিবেদিত ছিল। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই!
2025-02-07