মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ, কম্পাঙ্ক ৪.৫

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): জমজমাট ঠান্ডা নয়, এবার কিছুটা উষ্ণতায় কেটেছে বড়দিন। বড়দিনের পরবর্তী দিনও জমজমাট ঠান্ডা উধাও কলকাতা থেকে, একই অবস্থা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। তবে, ঠান্ডা কম হলেও, শীতের আমেজ কিন্তু একেবারেই উধাও হয়নি। শহরের তুলনায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে গ্রাম বাংলায়।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই তাপমাত্রা বেড়ে চলেছে। অন্যদিকে, বছর শেষে পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং। পর্যটকের ঢল নেমেছে পাহাড়ে। আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নয়া ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জন্য রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। ফলে বাড়ছে তাপমাত্রা। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা কম।