প্রতীক্ষার অবসান, ভারত থেকে ঢাকায় ও নেপালে পৌঁছল কোভিশিল্ড ভ্যাকসিন, দৃঢ় হল সম্পর্ক

ঢাকা/কাঠমাণ্ডু, ২১ জানুয়ারি (হি.স.): ভারত থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছল করোনাভাইরাসের টিকা। বৃহস্পতিবার সকালে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করা কোভিশিল্ড টিকা নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। বেলা ১১.৩০ মিনিট নাগাদ ওই বিমান ঢাকায় পৌঁছয়। করোনা টিকার জন্য প্রতীক্ষা শেষ হল বাংলাদেশের নাগরিকের। ভারতের এই উপহার পেয়ে আপ্লুত বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আরও দৃঢ় হল ভারত-বাংলাদেশ সম্পর্ক।


বাংলাদেশকে উপহার হিসাবে ২০ লক্ষ ডোজ টিকা (ভ্যাকসিন) দিয়েছে ভারত। এদিন এয়ার ইন্ডিয়ার বিমান ঢাকা পৌঁছনোর পর টুইট করে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘ঢাকায় পৌঁছল। ভ্যাকসিন মৈত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকারকে প্রাধান্য দিয়েছে।’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে পুলিশের স্কট টিম করোনার টিকাগুলি কাভার্ড ভ্যানে করে তেজগাঁও জেলা ইপিআই স্টোরে পৌঁছে দিয়েছে।

নেপালকেও করোনাভাইরাসের টিকা উপহার দিল ভারত। টিকা নিয়ে যাবতীয় প্রতীক্ষা শেষ হল নেপালের নাগরিকদের। বৃহস্পতিবার ভারত থেকে কাঠমাণ্ডু বিমানবন্দরে পৌঁছেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করা কোভিশিল্ড করোনা-টিকা। ভারত সরকারের ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রোগ্রামের অধীনে প্রতিবেশী দেশগুলিকে করোনাভাইরাসের ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত।

ইতিমধ্যেই ভুটান ও মালদ্বীপ করোনা-টিকা পাঠিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবারই বাংলদেশে পাঠানো হয় কোভিশিল্ড টিকা, আর এদিনই নেপালেও পাঠানো হল করোনার ভ্যাকসিন। প্রাথমিকভাবে স্বাস্থ্য কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদেরই ভ্যাকসিন দেওয়া হবে।