আমতলীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ আমতলী থানা এলাকার ডুকলীর চন্ডীমাতা এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম অনুপ দেব৷ মঙ্গলবার সকালে পথচারীরা জঙ্গলে একটি কাছে মৃতদেহটি ঝুলতে দেখে পরিবারের লোকজনদের খবর দেন৷ খবর পাঠানো হয় আমতলী থানার পুলিশকে৷


খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ আমতলী থানার পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷
আমতলী থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে৷