আগরতলা, ১২ জানুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচন ১৭ মে-র মধ্যে সম্পন্ন করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে৷ আজ মঙ্গলবার প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় এডিসি নির্বাচনে বিলম্বের কারণে হাইকোর্টে দুটি মামলা হয়েছিল৷ আদালত দুটি মামলাকে একত্রিত করে চলতি বছরের গত ৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল৷ হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই মামলায় ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করেছিল৷ কিন্তু ৬ জানুয়ারি ত্রিপুরায় নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে কিছুটা সময় চেয়েছিলেন৷ আদালতও তাঁর আবেদন গ্রহণ করে পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল ১২ জানুয়ারি৷
মূলত, করোনা-প্রকোপের জেরে ত্রিপুরায় এডিসি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে৷ বর্তমানে এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর করা হয়েছে৷ প্রথমে ছয় মাসের জন্য রাজ্যপালের কাছে এডিসি-র ক্ষমতা দেওয়া হয়েছিল৷ রাজ্যপাল এডিসি প্রশাসন পরিচালানায় প্রশাসক নিযুক্ত করেছিলেন৷ সম্প্রতি ওই ছয় মাসের মেয়াদ সমাপ্ত হওয়ার পর করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আরও ছয় মাসের জন্য সময়সীমা বাড়িয়েছেন রাজ্যপাল৷
গত ৩ ডিসেম্বর ত্রিপুরা পিপলস ফ্রন্ট হাইকোর্টে এডিসি নির্বাচনে বিলম্বের কারণে রিট আবেদন দায়ের করেছিল৷ এর পর হাইকোর্টে আরও একটি মামলা দায়ের হয়৷ জনৈক অপু দেববর্মা ওই মামলা করেছিলেন৷ এ-বিষয়ে সরকারি আইনজীবী প্রদ্যুৎ ধর জানিয়েছিলেন, আদালত ত্রিপুরা পিপলস ফ্রন্টের দায়েরকৃত মামলার সাথে অপু দেববর্মার মামলাটি একত্রিত করেছে৷ পাশাপাশি ত্রিপুরা হাইকোর্ট নোটিশ জারি করেছে৷
আজ ওই মামলায় চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে৷ এ-বিষয়ে মামলাকারীর আইনজীবী মিন্টু দেববর্মা জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন ওই মামলায় হলফনামা দিয়েছে৷ তাতে জানানো হয়েছে, ১৫ জানুয়ারির মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে৷ ফলে, নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে কোনও বাধা থাকার কথা নয়৷ তিনি বলেন, প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী ১৭ মে-র মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে নতুন পারিষদ গঠন করা হোক৷ সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্যের বক্তব্য, আদালত যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে৷ সে-ক্ষেত্রে মে মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে৷ কারণ, ১৭ মে পর্যন্ত ২০১৯ পর্যন্ত এডিসি-র মেয়াদ ছিল৷

